আন্তঃরাজ্য বাইক চুরিচক্রের ৩ পান্ডা ধৃত, উদ্ধার ২ গাড়ি

জঙ্গিপুর পুলিশের বড় সাফল্য

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের (Police) তৎপরতায় গ্রেফতার হল একটি আন্তঃরাজ্য মোটরবাইক চুরি চক্রের তিন পান্ডা। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া দুটি মোটরসাইকেল ও একাধিক জিনিস। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন করে সোমবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে। ধৃত তিন ব্যক্তির নাম তাজেরুল শেখ, নুর আলম এবং বাবু শেখ। এদের মধ্যে নুর আলমের বাড়ি বীরভূমের পাইকর থানা এলাকায়। তাজেরুল এবং বাবুর বাড়ি ঝাড়খণ্ডের পাকুর থানার মহেশপুর গ্রামে। জঙ্গিপুর পুলিশ (Police) জেলার সুপার আনন্দ রায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মোটরবাইক চুরি চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ধরার পর এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। তাদের মধ্যে দু’জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া দুটি মোটরবাইক। আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, সম্প্রতি সেখানকার একটি বেসরকারি নার্সিংহোমের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ঘটনার তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে নুর আলম নামে একজনকে চিহ্নিত করা হয়। তাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। দিন কয়েক আগে রাতে হাসপাতাল থেকে একটি মোটরসাইকেল চুরি করার সময় পুলিশ হাতেনাতে ধরে ফেলে। ওর সূত্রেই ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে বাবু এবং তাজেরুলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-হঠাৎ মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে যুবক, গ্রেফতার

Latest article