কলকাতার (Kolkata) ট্যাংরা থানা (Tangra) এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল ২ মহিলা ও ১ কিশোরীর দেহ। আজ, বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ট্যাংরা থানা এলাকার অতুল সুর লেন জুড়েই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার সকালে বাইপাসে অভিষিক্তার কাছে একটি বাইক দুর্ঘটনায় ২ জন আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের নাম প্রণয় দে ও প্রসূন দে। সন্দেহ হয় যখন তারা কিছুতেই নিজেদের ঠিকানা বলতে চাইছিল না। বেশ খানিক্ষণের চেষ্টায় তাদের ঠিকানা জেনে বাড়িতে পৌঁছে পুলিশ দেখে সেখানে পড়ে রয়েছে ২ মহিলা ও ১ কিশোরীর দেহ। সকলেরই হাতের শিরা কাটা। এরপরেই ২ ভাইকে গ্রেফতার করে পুলিশ। যদিও আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আপাতত এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করতেই প্রতিবেশীরা জানান এই পরিবারের সঙ্গে এলাকার প্রত্যেকের সুসম্পর্ক ছিল। মঙ্গলবার সকালেও পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীদের কথা হয়েছে। অস্বাভাবিক কিছু চোখে পরে নি। এই পরিবারের এক সদস্যের সম্প্রতি দুর্ঘটনা ঘটার ফলে তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বাড়ির চারদিকে বেশ কয়েকটি সিসিটিভি রয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে গোটা ঘটনা ঘরের মধ্যেই হয়েছে।
ঘটনাস্থলে আসেন কলকাতার যুগ্ম কমিশনার অপরাধদমন শাখা। এছাড়া লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও আসেন। ঘটনাস্থলে রয়েছেন ট্যাংরা থানার ওসি| দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ অনেকটাই পরিষ্কার হবে। প্রসঙ্গত, এদিন সকালে অভিষিক্তার সামনে একটি চারচাকা দুর্ঘটনার কবলে পড়ে। সেখানেই আহত হন দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পুুলিশ বাড়ির ঠিকানা জানতে চাইলে তাঁদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য সেই জট খুলতে তৎপর লালবাজারের গোয়েন্দারা।