কলকাতায় ৩ মৃতদেহ উদ্ধার! চলছে তদন্ত

Must read

মঙ্গলবার কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। শরৎ বোস রোড, উল্টোডাঙায় ক্ষুদিরাম বোস সরণি, কাশীপুর থানা এলাকা থেকে তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

শরৎ বোস রোডের ফুটপাথে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পরে থাকার খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এদিকে উল্টোডাঙায় ক্ষুদিরাম বোস সরণি থেকে আরও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহের খোঁজ পাওয়া গিয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ ওই মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহটি আরজি কর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

আরও পড়ুন- আবারও গণধর্ষণ ওড়িশায়! হকি প্রশিক্ষণের বাহানায় চার কোচের লালসার শিকার নাবালিকা

অন্যদিকে, এই একইদিনে কাশীপুর থানা এলাকায় একটি নির্মীয়মান বাড়ির নীচ থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিশ। ওই নির্মীয়মান বাড়িতে অনেক শ্রমিক থাকেন, তার মধ্যে একজন সোমবার রাতে পড়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে। তবে কীভাবে ওই শ্রমিক পড়ে গেলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা ওই শ্রমিক কাজের জন্যে ৮-১০ দিন আগে কলকাতায় (Kolkata) এসেছিলেন। গতকাল রাতে বাকি কর্মীদের সঙ্গে খেয়েছিলেন। তারপরেই তাঁর মৃত্যু। কিন্তু কীভাবে? ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করেছে পুলিশ আধিকারিকরা।

Latest article