প্রতিবেদন : স্বামী-সন্তানের সামনেই গৃহকর্ত্রীকে গণধর্ষণ! আটবছর আগের মামলায় অবশেষে সুবিচার পেল নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার তিন দোষীকে যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুরের সেকেন্ড ফাস্ট-ট্র্যাক আদালত। ২০১৭ সালের ৩০ জানুয়ারি বজবজের (Budge Budge Gang Rape) বুইতা গ্রাম পঞ্চায়েতের বিশুখারা গ্রামে এক বাড়িতে ডাকাতির উদ্দেশে হানা দেয় একদল দুষ্কৃতী। প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ও সোনাদানা লুঠ করে। তারপর গৃহকর্ত্রীকে ধর্ষণ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের ছবি আঁকিয়ে নোদাখালির বাসিন্দা তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ফলতা থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। আদালতে দাঁড়িয়ে অভিযুক্তদের চিহ্নিত করেন নির্যাতিতা। কিন্তু বিচারপর্ব চলাকালীন জেলেই মৃত্যু হয় বছর চল্লিশের অভিযুক্ত ইমাম শেখের। বিচারপর্বের শেষে আলিপুর আদালতের বিচারক অয়ন মজুমদার এক অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন। বাকি শেখ রমজান, আবদুল হামিদ মোল্লা, ধানু শেখকে দোষী সাব্যস্ত করে এদিন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক।
আরও পড়ুন-সতর্ক করলেন দলনেত্রী, ভুয়ো ভোটার রুখতে আসরে নেতৃত্ব