মিড-ডে মিলে সপ্তাহে ৩ দিন দেওয়া হবে ডিম

রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে সপ্তাহে একদিনের বদলে তিনদিন পড়ুয়ারা মিড-ডে মিলে ডিম পাবে।

Must read

প্রতিবেদন : রাজ্য বাজেটে (State budget) শিক্ষায় ৪১ হাজার কোটি বরাদ্দ করেছে রাজ্য। শিক্ষাব্যবস্থা, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যেও বিশেষ নজর দিয়েছে রাজ্য। অতিরিক্ত পুষ্টি দেওয়ার পরিকল্পনা থেকেই এবার বাড়ানো হল ডিম দেওয়ার পরিমাণ ও যুক্ত করা হল ফল। রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে সপ্তাহে একদিনের বদলে তিনদিন পড়ুয়ারা মিড-ডে মিলে ডিম পাবে। সেই সঙ্গে পাবে ফল। তার জন্য অতিরিক্ত পড়ুয়া প্রতি ৮ টাকা করে খরচ বাড়বে।

আরও পড়ুন-প্রয়াত প্রতুল মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য, এসএসকেএমে দেহ দান

রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ পড়ুয়াকে সাপ্লিমেন্টারি পুষ্টি দিতে খরচ হবে ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা। চলতি অর্থবর্ষের শেষ অর্থাৎ ৩১ মার্চের মধ্যে এই টাকায় এই সাপ্লিমেন্টারি পুষ্টি দেওয়া হবে। তাই এই নির্দেশিকা ৩১ মার্চের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন সপ্তাহে একদিন ডিম বরাদ্দ ছিল পড়ুয়াদের জন্য। রাজ্য সরকার আগেই সাপ্লিমেন্টারি পুষ্টির জন্য পরিকল্পনা করেছিল। এবার সেই পরিকল্পনা কার্যকর হবে অতিরিক্ত ডিম ও ফল দেওয়ার মধ্যে দিয়ে। কেন্দ্রের সরকার যেভাবে প্রকল্পের টাকা ব্যবহার না হওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালায়, তার মোক্ষম জবাব হয়েছে এই পদক্ষেপ। কেন্দ্রের বরাদ্দ অর্থ রাজ্যের তহবিলে আসতেই তা নিয়ে পড়ুয়াদের প্রতি ইতিবাচক পদক্ষেপ রাজ্যের সরকারের।

Latest article