ফের আমেরিকায় বন্দুকবাজের হানা

Must read

প্রতিবেদন : বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। রোজ খবরের শিরোনামে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া সাধারণ মানুষের মিছিল। এবার সদাব্যস্ত ফিলাডেলফিয়ায় (Philadelphia) একাধিক বন্দুকধারীর হামলায় নিহত তিন। আহত ১১। স্থানীয় সময় শনিবার রাতে ফিলাডেলফিয়ার (Philadelphia) সাউথ স্ট্রিটে হামলা চালায় আততায়ীরা। চলে এলোপাথাড়ি গুলি। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে ফিলাডেলফিয়ার পুলিশ ইনস্পেক্টর ডি এফ পেস জানিয়েছেন যে, ভিড়ের মধ্যে গুলি চালানো হয়, পাল্টা গুলি চালায় পুলিশও। ধারণা, একাধিক আততায়ী ভিড়ে মিশে ছিল। পুলিশের বক্তব্য, সপ্তাহান্তের ছুটি থাকায় সাউথ স্ট্রিট ছিল জমজমাট। আচমকা গুলির আওয়াজে হুড়োহুড়ি পড়ে যায়। কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার কার হয়েছে। আপাতত এলাকাটি সাধারণের জন্য সিল করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মাসের শুরুতেই ১ জুন আমেরিকার ওখলাহোমায় হাসপাতাল চত্বরে এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে তিনজন নিহত হন। পরে ওই মাইকেল লুইস নামের ওই বন্দুকবাজ নিজেও আত্মঘাতী হয়। একের পর এক বন্দুক হামলার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উপর চাপ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: বাংলাদেশে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫০

Latest article