দিঘাগামী ট্রেনের ধাক্কায় মৃত ৩

রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

Must read

বৃহস্পতিবার কালীপুজোর (Kalipuja) আগেরদিন ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা ছেড়ে তারা রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন কয়েকজন। কিন্তু তাদের বাড়ি ফেরা হল না। জানা গিয়েছে, ফল বিক্রি করে বাড়ি ফিরছিলেন ওরা।

আরও পড়ুন-৪৭ বছরে পদার্পন করল মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো, জানালেন দীপাবলি এবং কালীপুজোর শুভেচ্ছা

রাত সাড়ে ৯টা নাগাদ রেল লাইনের পাশ দিয়ে ফেরার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল তিনজনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

আরও পড়ুন-‘১৪ প্রদীপেই মঙ্গল হবে ১৪ তলার’ কুৎসার জবাব দেবাংশুর

দু’জনের পরিচয় পাওয়া গেলেও বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। একজন বছর ৫৭-র জয়দেব সাঁতরা। তাঁর বাড়ি রঘুনাথবাড়ি গ্রামে। অন্য জনের নাম রিঙ্কু ভৌমিক। বয়স ৪৯। আর একজনের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।

 

Latest article