বাগনানে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident) ঘটে বাগনান থানার তেঁতুলমুড়ি এলাকায়। মৃতরা হলেন বিকাশ ঘোষ (৩০), রিতেশ ঘোষ (১৬) এবং রাকেশ মণ্ডল (১৬)। সকলেই বাইনান এলাকার বাসিন্দা।
জয়পুর থানা এলাকার তেলিবেড়িয়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। রাতেই বাইকে ফেরার সময়ে তেঁতুলমুড়িতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে। মৃত্যু হয় তাঁদের।
আরও পড়ুন-উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, আহত ২
সোমবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে মৃতদেহগুলি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহগুলি উদ্ধার করে বাগনান থানার পুলিশ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে পাঠায়। শুরু হয়েছে ঘটনার তদন্ত।