কালবৈশাখী ঝড়ের দাপটে লন্ডভন্ড উত্তরের ৩ জেলা

রবিবার ভোর থেকেই দুই দিনাজপুর ও কোচবিহারে ঝড় শুরু হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দিনাজপুর। ভেঙে পড়েছে বহু গাছ।

Must read

ব্যুরো রিপোর্ট : কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত উত্তরের তিন জেলা। রবিবার ভোর থেকেই দুই দিনাজপুর ও কোচবিহারে ঝড় শুরু হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দিনাজপুর। ভেঙে পড়েছে বহু গাছ। উড়ে গিয়েছে বাড়ির চাল। গুরুতর আহত হয়েছেন দু’জন। তাঁরা কৃষক বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। দ্রুততার সঙ্গে এলাকাগুলি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কোচবিহারের মাথাভাঙায় ঝড়ের তাণ্ডবও প্রচণ্ড। ১৫ নম্বর ওয়ার্ডে ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন জেলাসভাপতি অভিজিৎ দে ভৌমিক। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। পড়ে যাওয়া গাছ সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন-বহিরাগত হামলাকারীদের ঢুকতে-বেরতে সাহায্য বিএসএফের, পূর্ণাঙ্গ তদন্ত চাইল তৃণমূল

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র ঘোষ বলেন, ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই প্রস্তুত রয়েছে পুরসভা। ১৫ নভেম্বর ওয়ার্ডে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছ পড়ে গিয়েছে। একইভাবে ঝড়ের তাণ্ডব দক্ষিণ দিনাজপুরেও। বালুরঘাট, পাতিরাম-সহ একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত। উল্লেখ্য, উত্তর দিনাজপুরে ভুট্টার ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ভুট্টার গাছগুলি শুয়ে পড়েছে তাই এই ফসল তোলা যাবে না বলেই দাবি কৃষকদের। রায়গঞ্জে আব্দুল মান্নান নামের এক গ্রামবাসী বলেন, শনিবার রাতের ঝড়ে গ্রামের বহু বাড়ি ভেঙে গিয়েছে। পিরোজপুরের পাশাপাশি পশ্চিম কর্ণজোড়ার একাংশে প্রচুর ক্ষতি হয়েছে। সেরেফা খাতুন নামের এক মহিলা বলেন, আচমকা ঝড়ে ঘরবাড়ি সব ভেঙে পড়েছে। তাঁর শাশুড়ি এবং স্বামী আহত হয়েছেন।

Latest article