ডেকরেটর্স মালিককে খুনে ৩ জন কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : এক কর্মীকে নগদ টাকা ও মোবাইল চুরির অভিযোগে কাজ থেকে সরিয়ে দিয়েছিলেন ডেকরেটার্স মালিক। সেই ঘটনা মেনে নিতে না পেরে ভাই ও কাকাকে সঙ্গে নিয়ে খোদ মালিককেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল সেই কর্মীর বিরুদ্ধে। ৪ বছর পর সেই ঘটনায় ওই কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল বাঁকুড়া জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১-এর ফেব্রুয়ারিতে ওন্দা থানার মালপুর গ্রামে ডেকরেটার্স মালিক কালোসোনা রায়ের মোবাইল ও বেশ কিছু টাকা চুরি যায়। চুরি করেছে তাঁরই এক কর্মী সাগর মাঝি এই অভিযোগে তাকে কাজে আসতে নিষেধ করেন কালোসোনা। এতেই সাগর মাঝির রাগ গিয়ে পড়ে কালোসোনার উপর। নিজের ভাই গঙ্গা মাঝি ও কাকা প্রশান্ত মাঝিকে সঙ্গে নিয়ে সে রড ও লাঠি দিয়ে কালোসোনাকে বেধড়ক পেটায়। ঘটনায় গুরুতর জখম কালোসোনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই বছর ২৭ ফেব্রুয়ারি ওন্দা থানায় কালোসোনা খুনের লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

আরও পড়ুন- মেট্রো লাইনে জল, ব্যাহত পরিষেবা, হয়রানি যাত্রীদের

পুলিশ তদন্তে নেমে পরের দিনই অভিযুক্ত সাগর ও তার কাকা প্রশান্তকে গ্রেফতার করে। ১ মার্চ গ্রেফতার হয় আরেক অভিযুক্ত গঙ্গা। বিচার চলে বাঁকুড়া জেলা আদালতে। এর মধ্যে ৩ জনই জামিনে মুক্ত হয়। আদালত ১৫ জনের সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ৩ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে হেফাজতে নিয়ে বুধবার বাঁকুড়া জেলা আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক দেবকুমার গোস্বামী ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। একই সঙ্গে ৩ অভিযুক্তের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

Latest article