শুরু ‘অপারেশন মহাদেব’, শ্রীনগরে খতম ৩ পাকিস্তানি জঙ্গি

Must read

ভূস্বর্গে খতম ৩ পাকিস্তানি জঙ্গি (3 Foreign Terrorists)। শ্রীনগরের দাচিগ্রাম এলাকার জঙ্গলে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি শুরু করে। গোয়েন্দারা জানিয়েছেন, নিকেশ ৩ জঙ্গি পাকিস্তানের নাগরিক।

কয়েকমাস ধরেই এই জঙ্গিদের (3 Foreign Terrorists) খোঁজ চলছিল। তারা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। সোমবার ভারতীয় সেনার চিনার কর্পস জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। জম্মু-কাশ্মীরের লিডওয়াসে অপারেশন শুরু করে। অস্ত্র উদ্ধার এবং পরিচয় নিশ্চিত করার জন্য দাচিগ্রাম এলাকার জঙ্গলে এখনও চিরুনি তল্লাশি চলছে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে আজ উঠতে পারে ভার্মা অপসারণ মামলা

গোয়েন্দাদের মতে, এই অভিযানটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ, নিহত সন্ত্রাসীরা পহেলগাঁও হামলায় জড়িত না থাকলেও, তারা বর্তমানে এই এলাকায় উপস্থিত প্রায় ১৫০ জন অনুপ্রবেশকারী জঙ্গির দলের অংশ ছিল। এদিন জম্মু ও কাশ্মীরের লিদওয়াসে অপারেশন মহাদেব শুরু করেছে ভারতীয় সেনা।

Latest article