পিএসজি-র উৎসবে আহত ৩, গ্রেফতারও

বিখ্যাত শাঁজ আলিজা অ্যাভিনিউয়ে পিএসজি সমর্থকদের আনন্দ করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়

Must read

প্যারিস, ৯ মে : আর্সেনালের স্বপ্নভঙ্গ করে পাঁচ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সাঁ জরমঁ (পিএসজি) (PSG)। বিজয়োৎসব করতে ফরাসি ক্লাবটির সমর্থকরা রাস্তায় নেমে এসেছিলেন। প্যারিসের রাজপথে বাঁধনছাড়া উৎসবের মধ্যেই ঘটে গিয়েছে দুর্ঘটনা। বিখ্যাত শাঁজ আলিজা অ্যাভিনিউয়ে পিএসজি সমর্থকদের আনন্দ করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজন সমর্থকের অবস্থা আশঙ্কাজনক।
পিএসজি সমর্থকরা ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়েই রাজপথে উৎসবে মেতে ওঠেন। পুলিশ নিরাপত্তাব্যবস্থা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি জটিল হয়। প্যারিসের পুলিশ বিবৃতি দিয়ে জানায়, ‘‘শাঁজ আলিজায় দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তাঁদের একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনার তদন্ত করা হচ্ছে। সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনার মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। যার জেরে গ্রেফতার করা হয়েছে ৪৩ জনকে।’’
পিএসজি-র কট্টর সমর্থকরা ‘আলট্রাস’ নামে পরিচিত। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের কুখ্যাতি রয়েছে। প্রিয় দল ফাইনালে ওঠার আনন্দে রাতভর নিয়মভেঙে আতশবাজি পুড়িয়ে, আগুনের গোলা ছিটিয়ে উৎসবে মেতে ওঠেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কড়া পদক্ষেপ করে পুলিশ।

Latest article