প্রতিবেদন : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Utarpradesh Assembly Election) প্রাক্কালে প্রায় প্রতিদিনই ঘর ভাঙছে বিজেপির (BJP)। তিন দিনের মধ্যে যোগী মন্ত্রিসভার তিন মন্ত্রী সহ নয় বিজেপি বিধায়ক দলত্যাগের ঘোষণা করেছেন। এর মধ্যে একাধিক দলিত নেতাও আছেন। দলত্যাগীরা প্রায় সকলেই যোগ দিচ্ছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে (Samajwadi Party)। কিন্তু এই চিত্রের পাশাপাশি এবার ঘর ভাঙল সমাজবাদী পার্টি ও কংগ্রেসেরও। দেখা গেল বিপরীত স্রোতও বইছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। সেই স্রোতে গা ভাসিয়ে সমাজবাদী পার্টির দুই বিধায়ক এবং কংগ্রেসের (Congress) এক বিধায়ক নিজেদের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তাঁদের আশা, বিজেপির টিকিটে এবারের ভোটে লড়ার।
আরও পড়ুন-গোয়ায় তৃণমূলে যোগদান ও কর্মীসভা
ফিরোজাবাদের সিরসাগঞ্জের বিধায়ক হরিওম যাদব যোগ দিয়েছেন বিজেপিতে। গেরুয়া শিবিরে ভেড়ার পর তিনি আক্রমণ করেছেন সপা (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)। হরিওম বলেছেন, এই মুহূর্তে সমাজবাদী পার্টিতে কোনও ব্যক্তি স্বাধীনতা নেই। কয়েকজন লোক দলের নেতা অখিলেশকে ঘিরে রেখেছেন। ওই সমস্ত নেতাদের কথাতেই যাবতীয় কাজ করছেন অখিলেশ। এটা কখনওই মেনে নেওয়া যায় না। আসলে এভাবে দলকেই দুর্বল করে ফেলা হচ্ছে। যদিও সপার বক্তব্য, দলবিরোধী কাজের জন্য হরিওমকে ২০২১-এর ফেব্রুয়ারি মাসেই দল থেকে বহিষ্কার করেছিল সপা। হরিওম ছাড়াও সমাজবাদী পার্টির বিধায়ক ধরমপাল সিং এবং কংগ্রেস (Congress) বিধায়ক নরেশ সাইনি বিজেপিতে যোগ দিয়েছেন।