ডুয়ার্সের জঙ্গলে ৩ মাস নিষেধাজ্ঞা

জঙ্গলগুলো ঘিরেই বহু মানুষের রুজিরুটি চলে। কিন্তু বছরের এই তিন মাস জঙ্গলঘেরা এলাকার মানুষরাও নিজেদের এই নিয়মের বেড়াজালে বেঁধে রেখে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বন্যপ্রাণীদের প্রজনন ঋতু, তাই ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনমাস পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গলমহল। তাদের জীবনযাত্রায় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে, তাই পর্যটকদের জন্য তিনমাস বন্ধ রাখা হয় জঙ্গল ভ্রমণ। ডুয়ার্সের পর্যটনের মূল স্তম্ভই বক্সা, জলদাপাড়ার মতো জাতীয় উদ্যানগুলো।

আরও পড়ুন-নাগপুরের কারখানায় বিস্ফোরণ, হত ৫ শ্রমিক

জঙ্গলগুলো ঘিরেই বহু মানুষের রুজিরুটি চলে। কিন্তু বছরের এই তিন মাস জঙ্গলঘেরা এলাকার মানুষরাও নিজেদের এই নিয়মের বেড়াজালে বেঁধে রেখে। এই তিনমাস সমস্ত জিপ সাফারি, হাতি সাফারিও বন্ধ থাকে। বেশ কয়েক বছর আগেও এই সময় পর্যটকরা ডুয়ার্সকে খানিকটা এড়িয়ে চলতেন, কিন্তু পর্যটনের বাণিজ্যিকীকরণের কারণে এখনও জঙ্গলে প্রবেশ করতে না পারলেও, জঙ্গলের আশপাশ থেকে বর্ষায় ডুয়ার্সকে উপভোগ করতে আসেন বহু উৎসাহী প্রকৃতিপ্রেমী পর্যটক। বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রধান মুখ্য বনপাল দেবল রায় এই জঙ্গল বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। বর্ষার শেষে পুজোর মুখে ফের খুলে যাবে জঙ্গল, ফের একবার সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা নিতে ডুয়ার্সে ভিড় জমাবেন পর্যটকরা।

Latest article