প্রতিবেদন : বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল একটি মার্কিন কার্গো বিমান ( Wisconsin- Emergency Plane Landing)। মঙ্গলবার দুপুরে আমেরিকার উইসকনসিনের একটি গল্ফ কোর্সে জরুরি অবতরণ করে ওই পণ্যবাহী বিমানটি। ওই বিমানটিতে ৫৩টি সারমেয় এবং তিন ব্যক্তি ছিলেন। পাইলটের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির কারণে দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর। তবে দুর্ঘটনা এড়ানো গেলেও ওই বিমানের তিন যাত্রী, পাইলট এবং সারমেয়গুলি অল্পবিস্তর চোট পেয়েছে। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন-বিদেশে গিয়েও রাজনীতি মোদির
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে (Wisconsin- Emergency Plane Landing) সারমেয়গুলিকে লুইসিয়ানা থেকে উইসকনসিনে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝ আকাশে বিমানের জ্বালানির ট্যাঙ্ক লিক করে। ফলে জ্বালানি পড়তে থাকে। বিষয়টি জানতে পেরে পাইলট কোনও রকমে গাছপালার মাথার উপর দিয়ে বিমানটিকে অত্যন্ত ঝুঁকি নিয়ে গল্ফ কোর্সে নামিয়ে আনেন। এ ঘটনায় পাইলট-সহ বিমানের তিনযাত্রী এবং সারমেয়গুলি চোট পেয়েছে। তবে কারও আঘাত তেমন গুরুতর নয়। লেক কান্ট্রির দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহকারী প্রধান ম্যাথিউ হার্টার জানিয়েছেন পাইলট ও সহকারী পাইলটের তাৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সে দেশের একাধিক পশিপ্রেমী সংগঠনের সদস্যরা হাসপাতালে গিয়ে সারমেয়গুলিকে দেখে আসেন। কী কারণে ওই বিমানের জ্বালানি ট্যাঙ্ক লিক করল, বিমানটি ওড়ার আগে যথাযথ পরীক্ষা করা হয়েছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন।