রাজ্যে মধুচক্রের শিকার দিল্লির ক্রিকেটার, পুলিশের হাতে পাকড়াও ৩

Must read

দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলতে রাজ্যে (Bengal- Honey trap) এসেছিলেন তিনি। কিন্তু এখানে এসে অস্বস্তির মধ্যে এবার দিল্লির ক্রিকেটার। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station)। ধৃতদের আজ রবিবার বারাসত আদালতে তোলা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: কৃষ্ণনগর দিয়েই শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সফর

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখে দিল্লির ক্রিকেটার বৈভব কাণ্ডপাল (Vaibhav Kandpal) বাগুইআটি থানায় অভিযোগ করেন। তিনি জানান দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali Tournament) খেলতে গত মাসের ২৯ তারিখ বাংলায় আসেন তিনি। সল্টলেকের একটি অভিজাত হোটেলেই ছিলেন ওই তারকা। একটি ডেটিং সাইটের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির(Bengal- Honey trap) ৪৪ নং বাসস্ট্যান্ডে তাঁর সঙ্গে দেখা করতে গেলে সেখান থেকে চার যুবক তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাঁকে বিবস্ত্র করে ছবি তোলা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর কাছ থেকে অনলাইনে প্রায় ৬০ হাজার টাকা সহ মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যান অভিযুক্তরা। এরপর ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাঁকে বাগুইআটির জগৎপুর এলাকায় এনে ছেড়ে দেন। এরপর তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, শুধু ক্রিকেটার নন, ধৃতরা আরও অনেককে এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। মূল অভিযুক্ত এখনও অধরা।

Latest article