প্রতিবেদন: মর্মান্তিক! কটকে ব্রিজ তৈরির সময় ক্রেন ভেঙে ভারী স্ল্যাব মাথায় পড়ে প্রাণ হারালেন এক ইঞ্জিনিয়ার-সহ অন্তত ৩ জন। গুরুতর জখম হয়েছেন অন্তত ৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। ওড়িশার কটকে কাঠঝুড়ি নদীর উপরে কাজ চলছিল সেতু নির্মাণের। খাননগরের কাছে একটি প্রিফ্যাব্রিকেটেট স্ল্যাব বা সিমেন্টের চাঁই তোলা হচ্ছিল ক্রেনে করে। আচমকাই ভেঙে পড়ে ক্রেনটি। ভারী স্ল্যাবটি নিচে পড়েন এক সাইট ইঞ্জিনিয়ার এবং বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জনকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দু’জন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ওড়িশায় বিজেপি সরকারের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত ইঞ্জিনিয়য়ার এবং শ্রমিকদের যথাযত সুরক্ষার ব্যবস্থা করা হয়নি কেন? দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণকার্য।
আরও পড়ুন: পূর্ণমের বদলা, এবার পালটা আটক পাকিস্তানের রেঞ্জার