পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের

Must read

রাজস্থানের সিকারে মন্দিরে পুজো দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের। আহত বেশ কয়েকজন। দুর্ঘটনাটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সোমবার রাজস্থানের খাটু শ্যামের মন্দিরে (Rajasthan Khatushyam Temple Accident) পুজো দিতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। ভোর ৫টা নাগাদ মন্দিরের প্রবেশপথের গেট খুলতেই হুড়োহুড়ি শুরু হয়। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। তাতেই মৃত্যু হয় ৩ জনের। আহত বেশ কয়েকজন।আহতদের মধ্যে দু’জনকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মন্দির চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: অযোধ্যায় বেআইনি জমি বেচাকেনায় বিজেপি নেতৃত্ব

দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, রাজস্থানের সিকারে খাটু শ্যামজি (Rajasthan Khatushyam Temple Accident) মন্দিরে মৃত্যুর ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি।”

Latest article