অসাবধানতাবশত বাঘিনীর কামড়, ৩ রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু

Must read

মায়ের ভুলে মৃত্যু সন্তানের। অসাবধানতাবশত বাঘিনীর কামড়ে মৃত্যু হল রয়্যাল বেঙ্গল টাইগারের ( Royal Bengal tiger) ৩ শাবকের। সদ্যজাত ৩ শাবকের মৃত্যুতে শোকের ছায়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।

গত সপ্তাহেই তিনটি শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। রিকা নামটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সন্তান প্রসবের পর রিকা ও তার ৩ শাবককে নাইট শেল্টারে রাখা হয়েছিল। কিন্তু দু’দিনের মাথায় এই ঘটনা ঘটে। শাবকদের ঘাড়ে কামড় দিয়ে অন্য জায়গায় সরানোর সময় অসাবধানতায় শাবকদের শ্বাসনালী ফুটো হয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে তাদের।

আরও পড়ুন- রাজ্যসভার তৃণমূল প্রার্থী ঋতব্রত, পদের যোগ্য জানালেন অভিষেক

তিনটি রয়্যাল বেঙ্গল ( Royal Bengal tiger) শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষর কাছে উদ্বিগ্নের। তবে বেঙ্গল সাফারি পার্কে মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৩ সালেও সাদা বাঘ কিকার অসাবধানতায় মৃত্যু হয়েছিল দুই শাবকের।

Latest article