শনিবার রাতে উত্তরাখণ্ডের নৈনিতালের (Uttarakhand Nainital) গরম পানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সকলেই উত্তরাখণ্ডের আলমোরা জেলার সরকারি স্কুলের শিক্ষক (Government School Teachers) বলে জানা গেছে।
আরও পড়ুন-নির্মম! মোদিরাজ্যে স্কুলের ভেতরে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে ছাত্রীকে ধর্ষণ
পুলিশ সূত্রে খবর গাড়ি করে ওই চারজন একটি বিয়ের অনুষ্ঠানের জন্য হাল্দওয়ানি যাচ্ছিলেন।খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ মিটার গভীরে একটি খাদে পড়ে যায়।নৈনিতালের পুলিশ সুপার (ক্রাইম) জগদীশ চন্দ্র জানান স্থানীয়রাই প্রথমে খবর দেন।নিহতরা হলেন সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা। মনোজ কুমার নামে এক ব্যক্তি চিকিৎসাধীন। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

