দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জল, ডুবে মৃত ৩ পড়ুয়া

ভেসে যায় লাইব্রেরির জিনিসপত্র। দড়ির সাহায্য কয়েকজনকে লাইব্রেরি থেকে বের করে আনে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Must read

দিল্লিতে (Delhi) দুর্যোগের শেষ হচ্ছে না। ক্রমাগত বৃষ্টির ফলে এবার পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে (Basement) জল ঢুকে মৃত্যু হয় তিন পড়ুয়ার। শনিবার সকাল থেকেই বৃষ্টি চলছিল দিল্লিতে। জলমগ্ন হয়ে পড়েছিল বিভিন্ন এলাকা। পশ্চিম দিল্লির পুরনো রাজেন্দ্রনগর এলাকাও ব্যতিক্রম নয়। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ দমকল বিভাগে খবর দেওয়া হয় যে রাউ’স আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টারের বেসমেন্ট জলমগ্ন হয়ে গিয়েছে। সেখানে আটকে যান বেশ কয়েকজন পড়ুয়া। খবর পাওয়া মাত্রই পাঁচটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছয়। খুব দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। মধ্যরাত পর্যন্ত এদিন উদ্ধারকাজ চলে। চার ঘণ্টার চেষ্টায় ১৩-১৪ জনকে উদ্ধার করা হয় কিন্তু তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন-দাসপুরে গয়না হাব, কোভিডে কর্মচ্যুতদের কর্মসংস্থানই লক্ষ্য

রাজেন্দ্রনগরের এই কোচিং সেন্টারের বেসমেন্টে একটি লাইব্রেরি ছিল। সেখানে কয়েকজন পড়ুয়া ছিল। লাগাতার বৃষ্টির ফলে সেখানে জল ঢুকতে শুরু করে। ভেসে যায় লাইব্রেরির জিনিসপত্র। দড়ির সাহায্য কয়েকজনকে লাইব্রেরি থেকে বের করে আনে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু তিন পড়ুয়া কোনওভাবেই বেরোতে পারেনি। এনডিআরএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাইপ দিয়ে জল পাম্প করে বের করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, জলের স্রোত এতটাই বেশি ছিল যে পড়ুয়ারা সিঁড়ি দিয়ে উঠে বেরিয়ে আসতে পারছিলেন না। বেসমেন্টে কমপক্ষে ১০-১২ ফুট জল ছিল। সেখান থেকে বেরোতে দড়ি ফেলা হয়েছিল। কিন্তু জল মারাত্মক পরিমান নোংরা থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য পড়ুয়ারা। এর আগেও একবার বৃষ্টির ফলে জল ঢুকে ক্লাস বাতিল হয়।

আরও পড়ুন-রাখতে হবে মনের খবর

দিল্লি পুলিশ এই মর্মে জানায় পুরনো রাজেন্দ্র নগরের একটি কোচিং সেন্টারে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। উদ্ধার অভিযানের শেষে ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

Latest article