জাতীয়

শিলচরে ঝর্ণার জলে নিখোঁজ ৩ পড়ুয়া

শনিবার ৮ নভেম্বর শিলচর NIT-এর তিন পড়ুয়া অসমের ডিমা হাসাও জেলায় একটি জলপ্রপাতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বাকি দুই পড়ুয়া এখনও নিখোঁজ। অসমের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)-এর সাত পড়ুয়া ডিমা হাসাও জেলার ওই বুলসোল ফলসের কাছে পিকনিক করতে গিয়েছিলেন। এদিন দুপুর ২টো নাগাদ একজন হঠাৎ করেই জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে আরও দু’জন জলে লাফ দেন। কিন্তু জলের স্রোত এতটাই বেশি ছিল যে তাঁরাও ভেসে যান। খবর দেওয়া হয় পুলিশ ও NDRF-এর কাছে। শুরু হয় তল্লাশি অভিযান।

আরও পড়ুন-আবর্জনার স্তূপে এক নতুন পাথরের ইতিহাস

পুলিশ সূত্রে খবর, অনেক খোঁজাখুঁজির পর জলপ্রপাত থেকে (NIT)-এর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২০ বছরের ওই পড়ুয়া উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে এখনও নিখোঁজ ১৯ বছরের রাধিকা ও ২০ বছরের সৌহার্দ রাই। শনিবার যেখানে তাঁরা পিকনিক করতে গিয়েছিলেন, সেই বুলসোল জলপ্রপাতটি এনআইটি শিলচর থেকে ৫৫ কিমি দূরে এবং বেশ জনপ্রিয়। NIT শিলচর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নিখোঁজ তিনজনই ইনস্টিটিউটের ছাত্র। তিনজনই ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া। একজন মহিলা বিহারের এবং অন্য দুজন উত্তরপ্রদেশের। তারা সপ্তাহান্তে তাদের ক্যাম্পাস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ডিমা হাসাওয়ের হারাঙ্গাজাওতে ঝর্ণার দিকে গিয়েছিলেন।

আরও পড়ুন-জন্মশতবর্ষে তিন কিংবদন্তি

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুখ আহমেদ জানিয়েছেন “আমাদের দল ঘটনাস্থলে রয়েছে, এবং হাফলং এবং শিলচর থেকে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF) দলগুলিও চেষ্টা চালাচ্ছে।” সকলেরই পরিবারকে জানানো হয়েছে এবং আজ রবিবার তারা শিলচর আসবেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

5 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

30 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago