সোপিয়ানে সেনার গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি!

Must read

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও এক সাফল্য ভারতীয় সেনার! দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন কেল্লার-এ গুলির লড়াইয়ে খতম তিন লস্কর জঙ্গি (3 Lashkar terrorists)। মৃত জঙ্গিদের সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সেনার তরফে এই সংক্রান্ত আপডেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- অফিস টাইমে সিগনাল বিভ্রাট! বন্ধ মেট্রো ভোগান্তি যাত্রীদের

পহেলগাঁওয়ে হামলার পর থেকেই অভিযুক্ত চার জঙ্গির খোঁজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে আলোচনা হলেও কেন এখনও পর্যন্ত বৈসরন উপত্যকায় হামলাকারীদের খোঁজ মিলল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে জঙ্গিদের খোঁজ পেতে সোপিয়ানে পড়ল পোস্টার। পহেলগাঁও হামলায় জড়িতদের ছবি দিয়ে পোস্টারে লেখা হয়, যে এই সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্য দিলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি যিনি খোঁজ দেবেন তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। এরপরই মঙ্গলের সকালে অভিযানে নামে ভারতীয় সেনা। নাম দেওয়া হয় অপারেশন কেল্লার। সেনা সূত্রে জানা যায়, কেল্লারের জঙ্গলে একাধিক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরই অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। সকাল থেকে একটানা গুলির লড়াই চলার পর দুপুর সাড়ে বারোটা নাগাদ তিন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে। মনে করা হচ্ছে তারা লস্কর-ই তৈবার সদস্য। যদিও পহেলগাম হামলার সঙ্গে এরা যুক্ত ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। জঙ্গিদের মৃত্যু সম্পর্কে সেনা বা পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি মেলেন। জঙ্গিরা কীভাবে জঙ্গলে এল বা কতদিন ধরে তারা এখানে লুকিয়ে রয়েছে, রসদ কারা সরবরাহ করতো তা জানার চেষ্টা চলছে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

Latest article