বর্ষবরণে শহরের নিরাপত্তায় ৩ হাজার পুলিশ

ওমিক্রন আতঙ্ককে সঙ্গী করে নতুন বছরে প্রবেশ করছে শহরবাসী। বড়দিন থেকেই কার্যত বর্ষবরণ পালনের উৎসব শুরু হয়ে গিয়েছে।

Must read

প্রতিবেদন : ওমিক্রন আতঙ্ককে সঙ্গী করে নতুন বছরে প্রবেশ করছে শহরবাসী। বড়দিন থেকেই কার্যত বর্ষবরণ পালনের উৎসব শুরু হয়ে গিয়েছে। বর্ষবরণে সংক্রমণ রুখতে তাই একাধিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বৃহস্পতিবার থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি কলকাতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। শহরজুড়ে নাকা চেকিং, ওয়াচ টাওয়ার, রিজার্ভ ফোর্সের ব্যবস্থাও থাকছে। মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ডগুলিতেও চলবে কড়া নজরদারি। গঙ্গাবক্ষেও থাকবে নজরদারি।

আরও পড়ুন-শহরের নিকাশির জন্য এবার মাস্টার প্ল্যান

দায়িত্বে থাকছে পুলিশের রিভার পেট্রোলিং টিম। বড় বড় যে সব হোটেল, পানশালা, নাইট ক্লাবগুলিতে বাড়তি ভিড় হয় সেখানে বসানো হচ্ছে অস্থায়ী পুলিশ পিকেট। এরই মধ্যে সংক্রমণ রুখতে শহরের বেশির ভাগ অভিজাত ক্লাব কর্তৃপক্ষ ওই দু’দিন সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ক্লাবগুলিতে নতুন বছর পালনের কোনও অনুষ্ঠান এবার হচ্ছে না। ভিড়ের মধ্যে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ রুখতে ছড়ানো থাকবে সাদা পোশাকের পুলিশ। বর্ষবরণ উৎসবের ওপর কড়া নজর রাখছে প্রশাসন, এমনই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
পুলিশি ব্যবস্থা
n৩১ ডিসেম্বর অতিরিক্ত তিন হাজার ও ১ জানুয়ারি আরও ৩৫০০ পুলিশ।
nপার্ক স্ট্রিট ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে ২ মহিলা-সহ ৪ ডিসি।
nপার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি ও নিউ মার্কেট এলাকায় ৩০টি পুলিশ পিকেট। পিকেট মেট্রো স্টেশনেও।
nব্যস্ত বাসস্ট্যান্ডেও পুলিশ পিকেট।
n‘সিটি ওয়াচ’ নামে ২০টি মোটরবাইক পেট্রোলিং টিম।
n১১টি ওয়াচ টাওয়ার এবং ২টি কুইক রেসপন্স টিম।
n২৪টি পার্ক, শপিং মল ও মন্দিরেও নজরদারি
nবড় হোটেল, পানশালা, নাইট ক্লাবেও নজরদারি।
n রাতে ৯৭টি পয়েন্টে শুরু নাকা।
n৯টি রিজার্ভ ফোর্স মোতায়েন।
nভিক্টোরিয়া, চিড়িয়াখানা, মিউজিয়ামের মতো দর্শনীয় স্থানেও পুলিশি নজরদারি।
nগঙ্গাবক্ষে নজরদারি চালাতে দু’টি রিভার পেট্রোলিং টিম।

Latest article