প্রতিবেদন : আইনি জটিলতা কাটিয়ে এবার তড়িঘড়ি নিয়োগ হবে মাদ্রাসায় (Madrasah)। আগামী তিন মাসের মধ্যে ৩ হাজার শূন্য পদে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ বেশকিছু শর্ত সাপেক্ষে জানায়, আগামী তিন মাসের মধ্যে ৩ হাজার শূন্য পদে নিয়োগ দিতে হবে মাদ্রাসা (Madrasah) সার্ভিস কমিশনকে। ২০১০ সালে বাম জমানায় মাদ্রাসার গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। কিন্তু তারপর নানারকম আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। এরপর করোনার জন্য ফের নিয়োগ আটকে যায়। সেই সময় ৬ মাস কোনওরকম নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে এবার আদালতের নির্দেশে তড়িঘড়ি তিন হাজার শূন্য পদে নিয়োগ দিতে উদ্যোগী মাদ্রাসা সার্ভিস কমিশন।
নিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করার জন্য বিরোধী দলগুলি বারেবারেই মামলা করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছে। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু হয়ে যা মাদ্রাসা সার্ভিস কমিশনেও হয়েছে। কোর্টের নির্দেশে এবার সেই জট কাটল। খুশি চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন-বিজেপি রাজ্যে পাহাড়প্রমাণ দুর্নীতি, বলছেন বাংলার চিকিৎসকরাই