উপ-পুরপ্রধানের রহস্যমৃত্যুর ঘটনায় মহিলা-সহ গ্রেফতার ৩

উত্তর বারাকপুর (North Barrackpur) পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

Must read

সংবাদদাতা, বারাকপুর : উত্তর বারাকপুর (North Barrackpur) পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তিনজনের মধ্যে এক মহিলাও রয়েছেন। নাম জয়শ্রী দাস (৩৯)। বাকি দু’জন হলেন শুক্লা বিশ্বাস (৩৪) ও শুভজিৎ বিশ্বাস (৪৫)। ধৃতদের বুধবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনজনকেই পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত চারদিন ধরে রায়দিঘি এবং বারাকপুরের বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহের পাশে একটি সুইসাইড নোট মিলেছিল।

আরও পড়ুন-পরিবর্তনের ভোট মহারাষ্ট্রে

সূত্রের খবর, সেখানেই জয়শ্রী দাসের নাম লেখা ছিল। মঙ্গলবার অবশেষে তাদের গ্রেফতার করা হল। গত শনিবার সকালে ভাড়া বাড়ির ছাদের একটি পরিত্যক্ত ঘর থেকে উত্তর বারাকপুর পুরসভার উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে কয়েকজনের বিরুদ্ধে ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছিল। ওই সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। নোয়াপাড়া থানা প্রথমে আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা দায়ের করে। ঘটনার তদন্তে বারাকপুর পুলিশ কমিশনারেট ৪ সদস্যের সিট গঠন করে। সিটের নেতৃত্বে রয়েছেন জগদ্দলের এসিপি অভিষেক বলিয়ার। মঙ্গলবার রাতেই পুলিশ বিশেষ অভিযান চালায়। ঘটনায় মূল অভিযুক্ত জয়শ্রী দাসকে পুলিশ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করে। টিটাগড়ের শহিদ সরণি থেকে গ্রেফতার করা হয় শুভজিৎ ও শুক্লা বিশ্বাসকে। ধৃতদের জেরা করে ঘটনায় আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

Latest article