বঙ্গ

ম্যানহোলে নেমে ৩ শ্রমিকের মৃত্যু, ১০ লক্ষ করে ক্ষতিপূরণ

প্রতিবেদন : রবিবারের সকালে মর্মান্তিক দুর্ঘটনা বানতলা লেদার কমপ্লেক্সে। ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যু হল কেএমডিএ-র তিন সাফাইকর্মীর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। সাফাইকর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। সঙ্গে জানান, এই ঘটনার পিছনে যাঁর বা যাঁদের গাফিলতি রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই ঠিকাদার সংস্থার এক কর্মীকে আটক করা হয়েছে। এদিন সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নং প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে নামেন ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার তিন শ্রমিক। চামড়া ধোওয়ার রাসায়নিক মিশ্রিত জল জমেছিল ওই পাইপলাইনে। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কেউই উঠে আসেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল।

আরও পড়ুন-পুলিশ কমিশনার বদলের পরেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের প্রথম গ্রেফতারি

সাফাইকর্মীদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে কেন, কীভাবে মৃত্যু খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা! মুখ্যমন্ত্রী নিজে ফোন করে আমায় আসতে বললেন। ফ্যাক্টরিগুলো থেকে যে চামরা ধোয়া জল বেরয়, সেটা ম্যানহোলে ঢুকেছিল। তারপর কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। একজন শ্রমিক সেই ম্যানহোলে ঢুকে মারা যায়, তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।মহানাগরিকের আরও বক্তব্য, কীভাবে মৃত্যু হয়েছে, কার দোষ; তা নিয়ে পুলিশও তদন্ত করবে, কেএমডিএ-ও তদন্ত করবে। কেন শ্রমিককে ম্যানহোলে নামানো হল, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা হল না, কেন আগে থেকে পরীক্ষা করে দেখা হল না কোনও বিষাক্ত গ্যাস আছে কিনা; সবকিছুই তদন্ত করে দেখা হবে। ঠিকাদার কিংবা আধিকারিক যারই গাফিলতি হোক, কাউকে ছাড়া হবে না। আমরা তো আর উত্তরপ্রদেশ নই যে যে প্রকৃত মৃত্যুর ঘটনা চেপে গঙ্গায় দেহ ভাসিয়ে দেব!

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

12 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

21 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

57 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

2 hours ago