ছত্তিশগড়ে ৩ বছরের শিশুকে যৌ.ন নির্যাতন, অভিযুক্ত নাবালক

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল পাশের জেলায় ৬ বছরের এক শিশুকে তার কাকার বিরুদ্ধে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছিল।

Must read

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ১৩ বছরের এক নাবালকের বিরুদ্ধে। রীতিমত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই শিশুটিকে। হাসপাতাল সূত্রে খবর ঘটনার পরে শিশুটি এখনও কথা বলতে পারছে না। পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, নাবালকের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। তারা একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত করত। ঘটনার দিনও নাবালক ওই শিশুর বাড়িতে যায় আর সেই সময় বাড়ির উঠোনে একাই খেলছিল শিশুটি। নাবালক তাকে বাড়ি থেকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তারপরেই শিশুটির ওপর বলপূর্বক অত্যাচার চালায় এবং যৌন নির্যাতন করে। যেহেতু শিশুটি ওই নাবালকের সঙ্গে মাঝেমধ্যেই খেলতে যেত তাই সে আপত্তি করেনি।

একরত্তি শিশুটির বাবা-মা ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে বেরিয়েছিলেন। রাস্তায় শিশুটিকে কাঁদতে দেখেন তারা এবং শিশুটির জামাকাপড় সেই সময়ে রক্তে ভেজা ছিল। স্থানীয় কয়েকজন মেয়েটিকে নাবালকের সঙ্গে দেখেছিল বলেই আসল ঘটনা সহজে জানা গিয়েছে। শিশুটির অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে শিশুর পরিবার। পুলিশ পকসো এবং জেজে (জুভেনাইল জাস্টিস) আইনে এফআইআর দায়ের করে কিশোরকে আটক করেছে। জুভেনাইল জাস্টিস বোর্ড নাবালককে আপাতত হোমে রাখার নির্দেশ দিয়েছে ।

পকসো এবং জেজে আইনের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪ (ধর্ষণ) এবং ৬৫ (৩) (১২ বছরের কম বয়সি নাবালিকাকে ধর্ষণ) আইনে মামলা রুজু হয়েছে। মামলার আরও বিশদে তদন্ত চলছে। উল্লেখ্য, গত ৬ই এপ্রিল পাশের জেলায় ৬ বছরের এক শিশুকে তার কাকার বিরুদ্ধে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি রাজ্যে।

Latest article