কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বানারহাট হাসপাতাল উন্নয়নে ৩০ কোটি বরাদ্দ

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঘোষণা করেছিলেন ৩০ শয্যা বিশিষ্ট ব্লক হাসপাতালের। এদিন এই ঘোষণায় মিলল সিলমোহর। ৩০ কোটি টাকারও বেশি খরচ করে তৈরি হবে বানারহাট হাসপাতাল। এই নির্দেশ আসতেই আপ্লুত ধূপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মলচন্দ্র রায়। চা-বাগান ঘেঁষা এই ছোট্ট জনপদে সবচাইতে বেশি বসবাস করেন আদিবাসী পরিবারের মানুষেরা। তাই এই এলাকার সাধারণ মানুষকে যাতে যেকোনও সময় উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় তাই বানারহাট হাসপাতালকে আরও উন্নত করবার পরিকল্পনা করে রাজ্য সরকার। জানা যায় এদিন ব্লক হাসপাতাল হিসেবে বানারহাট হাসপাতালের পরিকাঠামগত উন্নয়নের জন্য ৩০ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দ হয়। ইতিমধ্যেই এই নির্দেশ এসে পৌঁছেছে জেলাশাসকের দফতরে। আর এই খবর চাউর হতেই স্বাভাবিকভাবেই খুশি বানারহাট এলাকার মানুষ। বানারহাটের বাসিন্দা অভিষেক সরকার বলেন, মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন আর আমাদের রাতের বেলায় ছুটে যেতে হবে না অন্য কোথাও চিকিৎসা করাতে। অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) ও আমাদের বিধায়ককে। ধূপগুড়ির বিধায়ক প্রফেসর নির্মলচন্দ্র রায় বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তাই করে দেখান, তার প্রমাণ মিলল আবারও। উন্নয়নের পরেই হাসপাতালে যোগদান করবেন অভিজ্ঞ চিকিৎসকেরা।

আরও পড়ুন-ব্যর্থ বিএসএফ, ফের অশান্ত সীমান্ত

Latest article