মুম্বই বিমানবন্দরে ৩০ কোটির সোনা, গাঁজা বাজেয়াপ্ত

এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাঙ্কক ফেরত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। শুল্ক দফতর সোনা এবং মাদক পাচার হতে পারে খবর পেয়েছিল।

Must read

মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে এবার কয়েক কোটি টাকার সোনা, গাঁজা বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। বেশ কিছু বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাঙ্কক ফেরত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে শুল্ক দফতর সোনা এবং মাদক পাচার হতে পারে এমনটাই খবর পেয়েছিল। তার ভিত্তিতেই গত দু’দিন ধরে বিমানবন্দরে চলছিল কড়া নজরদারি এবং তল্লাশি।

আরও পড়ুন-গঙ্গাসাগর বারবার

এরপরেই ব্যাঙ্কক থেকে দুই যাত্রী নামেন। তল্লাশি চালানোর সময় সোনা উদ্ধার হয়। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে দেড় কিলো সোনা আছে যার বাজারমূল্য প্রায় এক কোটি। জুতো এবং মোজার মধ্যে লুকিয়ে ওই সোনা পাচার করা হচ্ছিল। শুক্রবার তল্লাশির সময় শুল্ক দফতর আরও চার জনকে গ্রেফতার করে। তাঁদের থেকে ১২ কিলো সোনা উদ্ধার হয়েছে। ট্রলি ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকে মোড়ানো গাঁজা উদ্ধার হয়েছে। গাঁজার পরিমাণ প্রায় ২৯ কেজি। এই ছ’জনের কাছ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনা এবং গাঁজার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা বলে সংশ্লিষ্ট দফতর জানিয়েছে।

 

Latest article