শনিবার রাতে কটকের (Cuttack) সালেপুর এলাকায় একটি পালাগানের আসর বসেছিল। এদিন সেখানে অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়। একটি লোহার গেট পার করে মঞ্চে প্রবেশ করতে হয়। কিন্তু দর্শক সংখ্যা অনেক বেশি হয়ে যাওয়ায় একসঙ্গে অনেক দর্শক ওই গেটটি পার হচ্ছিলেন। হঠাৎ করেই পুরো লোহার গেটটি ভেঙে পড়ে। আতঙ্কে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। নিমেষেই পণ্ড হয় অনুষ্ঠান। ঘটনাস্থলে থাকা পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।
আরও পড়ুন-রেলের গাফিলতি, ট্রেনে তরুণীকে হেনস্থায় জাতীয় মহিলা কমিশনের স্বতঃপ্রণোদিত মামলা
সূত্রের খবর, কম করে এদিনের ৫০ জন মানুষ জখম হয়েছেন। পুলিশের তরফে প্রায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে মহিলা এবং শিশু আছে। তাঁদের সালেপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছ’জনের শারীরিক অবস্থা রীতিমত আশঙ্কাজনক। তাঁদের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা হল, কার গাফিলতি সেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয় নি।