রায়গঞ্জ : রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন রবীন্দ্রভবনের সংস্কারের কাজ শুরু হতে চলেছে শীঘ্রই। মঙ্গলবার ভবনটির পরিদর্শনে আসেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, জেলা প্রশাসনের কর্তাব্যক্তি ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের বাস্তুকারেরা। মহকুমাশাসক বলেন, ভবনটি সংস্কারের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
আরও পড়ুন-বনবিবির মন্দিরকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র
শহরের সংস্কৃতিপ্রেমী মানুষদের দাবি মেনে ১৯৯৯ সালে এই ভবনটির কাজ শুরু হলেও নির্মাণকাজ নিয়ে বারংবার নানা জটিলতায় কাজ আটকে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই কাজ শেষ করে ২০১৫-তে উদ্বোধন করা হয় রায়গঞ্জ শহরবাসীর বহু কাঙ্ক্ষিত রবীন্দ্রভবনের। সম্প্রতি কিছু পরিকাঠামোগত সমস্যায় অনুষ্ঠান বন্ধ করা হয় ভবনটির। তড়িঘড়ি এদিন পরিদর্শনে আসেন মহকুমা শাসক কিংশুক মাইতি। তিনি বলেন, ভবনটি সংস্কারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে এই সংস্কারের কাজটি করা হবে।