‘সবকা সাথ সবকা বিকাশে’র গাল ভরা স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদি। তার সেই বিকশিত ভারতের কঙ্কালসার অবস্থা ক্রমশই প্রকট হচ্ছে। মোদির ভারত আদৌ বিকশিত নয়, তা বলছে কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টই। সম্প্রতি উজ্জ্বলা গ্যাস যোজনার (Ujjwala Yojana) যে রিপোর্ট সামনে এসেছে, তাতেই স্পষ্ট মোদির ভারত সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ। মোদির সাধের উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ নিয়েও অন্তত ৩০ শতাংশ সিলিন্ডার রিফিল করছেন না।
মোদি গ্যারান্টির ধাপ্পাবাজিতে এবার ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু আম-আদমিকে সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার। মধ্যবিত্তরা ধুঁকছে মূল্যবৃদ্ধি আর বেকারত্বের জ্বালায়। সামাজিক সুরক্ষা প্রকল্প মোদি সরকার পৌঁছে দিতে পারেননি গরিবের দরজায়। ‘উজ্জ্বলা’ (Ujjwala Yojana) যোজনা তার প্রকৃষ্ট উদাহরণ। বিনা পয়সায় গরিবকে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু তা যে আদৌ বিনা পয়সায় গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্প ছিল না! শুধু গ্যাস সংযোগটাই ছিল বিনা পয়সায়। সাধারণ খেটে খাওয়া গরিব মানুষকে গ্যাস তুলতে হত গাঁটের কড়ি খরচ করে। যা অনেক মানুষের সাধ্যের মধ্যেই ছিল না। আর সেটাই হয়েছে বাস্তবে। ১০ কোটি ৩৩ লক্ষ মানুষ অতি উৎসাহী হয়ে উজ্জ্বলা যোজনায় বিনা খরচে গ্যাস সংযোগ নিলেও মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধিতে তাদের সাধ্যের হচ্ছে না সিলিন্ডার রিফিল করা। ঘরে সিলিন্ডার রয়েছে কিন্তু গ্যাস নেই। সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে।
আরও পড়ুন-দিন্দাকে ৫০ কোটির প্রমাণ দিতে হবে আগামিকালই! ক্ষুব্ধ স্পিকার
মোদি সরকার শুধু সংযোগটুকু বিনা খরচে দিয়ে কিস্তিতে ওভেন বা চুল্লি কেনার সুযোগ তৈরি করেছেন। কিন্তু আমজনতার যে সিলিন্ডার রিফিল করার ক্ষমতা নেই, তা ভাবেননি। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যই বলছে, বিনা পয়সায় গ্যাস নেওয়ার যে উৎসাহ গরিব মানুষের মধ্যে ছিল, বিপুল টাকায় সিলিন্ডার কেনার ক্ষেত্রে সেই আগ্রহ নেই। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে সিলিন্ডার রিফিলের সংখ্যা। একটা বড় অংশ বছরভর কোনও গ্যাস সিলিন্ডারই কিনতে পারছেন না। ২০২৩-২৪ অর্থবর্ষে ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার পরিবার কোন সিলিন্ডার কেনেননি। অর্থাৎ সিলিন্ডার না কেনার হার প্রায় ১৫ শতাংশ। আবার একটি মাত্র সিলিন্ডার কিনেছে, এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজারেরও বেশি। সেটাও প্রায় ১৫ শতাংশের বেশি। সাকুল্যে ৩০ শতাংশ মানুষ আগ্রহ হারিয়েছেন এই উজ্জ্বলা যোজনা থেকে। এই অনাগ্রহীদের তালিকায় উজ্জ্বলায় আবেদনের পর প্রথমবার গ্যাসের সিলিন্ডার পাওয়া পরিবারও রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই অনাগ্রহ জারি ছিল। ওই অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার পরিবার। ২০২১-২২ অর্থবর্ষে সেই সংখ্যাটা ছিল প্রায় ৯১ লক্ষ ৭৫। ওই দুই বছরে একটি মাত্র সিলিন্ডার কিনেছেন যথাক্রমে ১ কোটি ৫৫ লক্ষ এবং ১ কোটি ৮ লক্ষ। পরিসংখ্যানেই প্রমাণ সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ মোদি সরকার।
মানুষের এই অনাগ্রহ দেখে গত বছর অক্টোবরে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি ঘোষণা করে। তারপরও ৫০০ টাকার বেশি খরচ করে সিলিন্ডার কেনার মতো আর্থিক সঙ্গতি নেই মোদির ‘বিকশিত ভারত’-এর কোটি কোটি পরিবারের। আজও তাদের নুন আনতে পান্তা ফুরোয়।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…