বুধবার স্বামী বিবেকানন্দর জন্মদিবসে ডায়মন্ড হারবারে ৩০ হাজার কোভিড টেস্ট হতে চলেছে

কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার এখন মডেল। এবার স্বামীজির জন্মদিবসে তাঁকে অন্যভাবে স্মরণ করবে ডায়মন্ড হারবার।

Must read

স্বামীজি বলেছিলেন, “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”। সেই ধারা বজায় রেখে তাঁর দেখানো পথেই স্বামী বিবেকানন্দর জন্মদিবসে ডায়মন্ড হারবারে ৩০ হাজার কোভিড টেস্টের লক্ষ্যমাত্রা নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এই মূহুর্তে জনসাধারণের স্বাস্থ্য রক্ষাই এখন প্রধান কাজ। মনে করেন অভিষেক বন্দোপাধ্যায়। ‘কোভিডের এই সুনামিতে আগামী দুমাস সবরকম রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা উচিৎ’ এই বক্তব্য ও চিন্তাভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন দলমত নির্বিশেষে সকলে। কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার এখন মডেল। এবার স্বামীজির জন্মদিবসে তাঁকে অন্যভাবে স্মরণ করবে ডায়মন্ড হারবার।

আরও পড়ুন-করোনা আক্রান্ত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, রয়েছেন আইসিইউতে

অভিষেকের ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছে মেগা কন্ট্রোল রুম। শুরু হয়েছে ডক্টরস অন হুইল। চলছে গণহারে চেকিং ও ডাবল মাস্ক অভিযান। কমেছে পজিটিভিটি রেট। যা পথ দেখাচ্ছে গোটা বাংলাকে। এবার আরও একধাপ এগিয়ে একদিনে ৩০ হাজার কোভিড টেস্টে হবে ডায়মন্ড হারবারে। এই অভিনব ভাবনাকে কার্যকর করার জন্য সবরকম প্রস্তুতি সারা। আজ বুধবার সকাল থেকে সন্ধের মধ্যে এই ৩০ হাজার কোভিড টেস্টে করা হবে।

আরও পড়ুন-আগামী দিনে কোভিড পরিস্থিতিতে অভিষেকের কথাকে প্রাধান্য দিয়েই চলতে হবে: সৌগত রায়

দীর্ঘ দিন ধরেই স্বামী বিবেকানন্দর জন্মদিবস বিভিন্ন রকম ভাবে পালন করে তৃণমূল কংগ্রেস। কলকাতা শহর, শহরতলি, জেলায় ও ব্লক স্তরে তা পালিত হয়৷ কেউ কেউ কলকাতার সিমলা স্ট্রীটেও শ্রদ্ধা জানান। কিন্তু যেখানে মানুষের জীবন বিপন্ন সেসময় স্বামীজির দেখানো পথে হেঁটেই মানুষের সেবার মধ্যে দিয়ে এই দিনটিকে স্মরণ করবেন অভিষেক বন্দোপাধ্যায়।

Latest article