আবার! শিয়ালদহে ৩০০ লোকাল বাতিল

Must read

প্রতিবেদন : ফের ট্রেন বাতিলে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের! একটা-দুটো নয়, চারদিনে শিয়ালদহ (Sealdah) ডিভিশনে একেবারে ৩০০ লোকাল বাতিল করেছে পূর্ব রেল। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে ডানকুনি লাইন, বারাসত লাইন এবং মেইন লাইনে প্রায় ৩০০ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বালিঘাট-বালিহল্ট রোডের মধ্যে ব্রিজের কাজের জন্যই এই ট্রেন বাতিল বলে পূর্ব রেল জানিয়েছে। কিন্তু রেলের এই সিদ্ধান্তে বালিঘাট ও বালিহল্ট স্টেশন থেকে ট্রেন ধরার জন্য কালঘাম ছুটছে যাত্রীদের। ট্রেন না পেয়ে সড়কপথে ভিড় বাড়ছে। আবার শুধু শিয়ালদহ (Sealdah) থেকেই নয়, হাওড়া থেকেও একগুচ্ছ লোকাল বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনে ঢোকা ও বেরনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। যার জন্য সালকিয়ায় ১২০ বছরের পুরনো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দানের কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভাঙতে হবে। সেই কাজের জন্যই বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া-ব্যান্ডেল রুটের ১৫ জোড়া ট্রেন, শেওড়াফুলি রুটের ১১ জোড়া ট্রেন, ব্যান্ডেল-হাওড়া লেডিজ স্পেশ্যাল-সহ বহু লোকাল। কিন্তু যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা একেবারেই ধর্তব্যের মধ্যে না রেখে রেলের এই খামখেয়ালি সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

আরও পড়ুন- নেতাজিকে স্মরণ, শ্রদ্ধা অভিষেকের

Latest article