একসঙ্গে ৩০০ কর্মীকে ছাঁটাই করল তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো। মুনলাইটিং করার অপরাধ ওই কর্মীদের ছাঁটাই করা হয়েছে। উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি জানিয়েছেন, ৩০০ কর্মী মুনলাইটিং এমনকী, প্রতিপক্ষ সংস্থার হয়ে কাজ করছিলেন৷ সংস্থা বিষয়টি ধরতে পেরেছে। এই ধরনের কর্মীদের জন্য সংস্থায় কোনও জায়গা নেই।
আরও পড়ুন-বাইডেনের হুমকি
কোনও এক সংস্থায় কর্মরত কর্মী যখন একই সঙ্গে অন্য কোনও সংস্থার হয়ে কাজ করে, তাকেই বলা হয় মুনলাইটিং। এই ধরনের কার্যকলাপ বড় বড় সংস্থাগুলি মেনে নেয় না। তাদের দাবি, এতে প্রোডাক্টিভিটি ক্ষতিগ্রস্ত হয়। উইপ্রোর মতো মুনলাইটিং নিয়ে কড়া অবস্থান নিয়েছে আর এক তথপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। কর্মীদের ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থাকে না জানিয়ে অন্য কোনও চাকরি করা যাবে না। এই বিধি লঙ্ঘন করলে চাকরি যাবে।