ভারত- পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে এবার মাওবাদী দমনে বড় সাফল্য দেশে। সোমবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে ৩১ মাওবাদীকে (Maoists Killed) খতম করল নিরাপত্তাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সংকল্প’। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ৩১ জন মাওবাদীর মধ্যে ২০ জনকে ইতিমধ্যেই সনাক্ত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন- CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের (Maoists Killed) অন্যতম শক্তঘাঁটি। গত ২১ এপ্রিল থেকে এখানে অভিযান শুরু হয়। প্রায় তিনহাজার আধাসেনা নামানো হয়েছে বলে খবর মিলেছে। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে ৩৫টি অভিযান চালানো হয়েছে। ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড, বাস্তার ফাইটারস, এসটিএফ, সিআরপিএফ,কোবরা ইউনিট এতে অংশ নিয়েছেন। সোমবার একত্রিশ জন মাওবাদীর দেহ উদ্ধারের কথা জানালেও এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। সূত্রের খবর, বুধবার সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত আপডেট প্রকাশ্যে আনবেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব। এখনও পর্যন্ত ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০০ টিরও বেশি আইইডি এবং প্রায় ৪০টি অস্ত্র এবং প্রায় ২ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।