ফের চালু ভারতের ৩২টি বিমানবন্দর

Must read

প্রতিবেদন: পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন ভারত সরকার ১৫ মে পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিম সীমান্তের আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে সংঘর্ষবিরতির পরিপ্রেক্ষিতে সোমবার ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। নয়াদিল্লি ও ইসলামাবাদ শনিবার আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মত হওয়ার পর চণ্ডীগড় ও শ্রীনগর-সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাণিজ্যিক বিমান পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) নির্দেশে এই রুটগুলিতে পরিষেবা বাতিল করা হয়েছিল। নতুন ঘোষণা অনুযায়ী, বন্ধ থাকা সবক’টি রুটে আবার স্বাভাবিক বিমান চলাচল করবে। এর ফলে বিমান চলাচল অনিয়মিত ও দেরি হওয়ার সমস্যা কমবে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমান সংস্থাই উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ১৫ মে ২০২৫ তারিখ ০৫:২৯ পর্যন্ত অসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ৩২টি বিমানবন্দর অবিলম্বে খুলে দিয়ে অসামরিক বিমান চলাচলের জন্য উপযুক্ত করা হয়েছে। যাত্রীদের সরাসরি এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইটের স্থিতি যাচাই করা এবং নিয়মিত আপডেটের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি নিরীক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তর ও পশ্চিম ভারতে ৩২টি বিমানবন্দরের অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধের সাথে সম্পর্কিত একাধিক নোটাম (এয়ারমেন-এর জন্য বিজ্ঞপ্তি) বাতিল করেছে এএআই। প্রাথমিকভাবে, ২৪টি বিমানবন্দর বন্ধ করা হয়েছিল, কিন্তু একদিন পর সেই সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়ায়। সোমবার যে ৩২টি বিমানবন্দর পুনরায় খোলা হয়েছে তার মধ্যে রয়েছে অমৃতসর, জয়সলমের, জামনগর, যোধপুর, আদমপুর, আম্বালা, অবন্তীপুর, ভাতিন্দা, ভুজ, বিকানের, হালওয়ারা, হিন্দন, জম্মু, কান্দলা, কাংড়া, কেশোদ, কিষাণগড়, কুলু মানালি (ভুনতার), লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সর্সাওয়া, শিমলা, থোইসে এবং উত্তরলাই।

আরও পড়ুন-অসমে শক্তি বৃদ্ধি তৃণমূলের: ৫টি পঞ্চায়েত আসনে জয়, অভিনন্দন অভিষেকের

Latest article