ধনিয়াখালিতে রাম-বাম ছেড়ে ৩২ পরিবার তৃণমূলে

Must read

সংবাদদাতা, ধনিয়াখালি : ধনিয়াখালিতে বাম ও রামের দলে বড়সড় ধস। ক্রমশই জনভিত্তি হারাচ্ছে এই দুটি দল। রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিদিন দলে দলে কর্মী-সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন। শুক্রবারও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে ও ধনিয়াখালি বিধানসভার দশঘরা-১ অঞ্চলের গাঙ্গেশনগর ১০০ নং বুথের সক্রিয় সিপিএম ও বিজেপি কর্মীদের থেকে ৩২টি পরিবার তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলেন। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক অসীমা পাত্র। বললেন, এঁদের যোগদানে দল আরও শক্তিশালী হল। আগামী বিধানসভায় সবাই মিলে একসঙ্গে লড়ে বিরোধীদের শূন্য করে দেওয়া হবে।

আরও খবর- যুবসমাজের মধ্যে কর্মহীনতা বেড়েছে প্রবলভাবে, বিজেপি জমানায় রেকর্ড বেকারত্ব

Latest article