৩২,৬৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে রাজ্যে

Must read

প্রতিবেদন : রাজ্যে আবার বিরাট কর্মসংস্থান। ৩২ হাজারের বেশি নিয়োগের খবর দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার বিধানসভায় মন্ত্রী জানালেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে ৩২ হাজার ৬৫৯ জন। এর মধ্যে কর্মী ১২,০২৮ এবং সহায়িকা ২০,৬৩১। মন্ত্রী জানান ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে।
উল্লেখযোগ্য হল, এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার ন্যূনতম বয়স ছিল ১৮ থেকে ৪৫। বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে ১৮ থেকে ৩৫। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণি পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস। বর্তমান বিজ্ঞাপনে এই বয়সসীমা করা হয়েছে ১৮ থেকে ৩৫।
রাজ্যে নিয়োগের ক্ষেত্রে এই ঘোষণা নির্দ্বিধায় উল্লেখযোগ্য। একদিকে যেমন নয়া শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেরকম সরকারি ক্ষেত্রেও এই বিরাট নিয়োগ দেশের মধ্যে রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা। সরকারি ক্ষেত্রে ইতিমধ্যে এ-নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন- জীবন, স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি: সীতারমণকে চিঠি মুখ্যমন্ত্রীর

Latest article