প্রতিবেদন : সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তাই এবছর শিক্ষা, স্বাস্থ্য-সহ ৩৩টি দফতরের বাজেট (Budget) নিয়ে বিধানসভায় কোনও আলোচনা হয়নি। পরিষদীয় রীতি মেনে ওই ৩৩টি দফতরের বাজেট শনিবারই গিলোটিনে পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিতর্ক বা আলোচনা না করেই ব্যয়বরাদ্দ অনুমোদন করানো হয়েছে উপস্থিত বিধায়কদের ধ্বনি ভোটে। এজন্য সময় বরাদ্দ ছিল এক ঘণ্টা। তবে শিল্প, পঞ্চায়েত, কৃষি, পুর ও নগরোন্নয়নের মতো ছ’টি দফতর নিয়ে অধিবেশনে বিতর্ক হয়েছে। যেখানে অংশ নিয়েছেন সরকার পক্ষের পাশাপাশি বিরোধী বিধায়করাও। সোমবার কিছুটা সময়ের জন্য বিধানসভার অধিবেশন বসছে। ওই দিন ব্যয় মঞ্জুরি বিল নিয়ে দু’ঘণ্টা আলোচনা হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে বাজেট (Budget) অধিবেশন শেষ হয়ে মুলতুবি হয়ে যাবে বিধানসভা।
আরও পড়ুন: সিএএ প্রয়োগ করলে রাজ্য ছাড়া করব: উদয়ন