বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী

এই ঘটনার পর বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে।

Must read

আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করার ফলে সুন্দরবন এলাকার ৩৪ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ (Bangladesh)। তাঁদের দু’টি ট্রলার ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’- বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার জন্য রওনা দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। বাংলাদেশের নৌবাহিনী বঙ্গোপসাগরের উপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাঁদের আটক করে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-অমৃতসরের স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক, লঙ্গরখানা ধ্বংস করার হুঁশিয়ারি

এই ঘটনার পর বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন এই মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির উপর বেশ কিছুক্ষন নজর রেখে অবশেষে সেগুলিকে আটক করা হয়। আপাতত ওই দু’টি ট্রলার এবং ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মৎস্য ও নৌপরিবহণ দফতরের তরফে ওই ৩৪ জনের বিরুদ্ধে আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে। মৎস্যজীবীদের আটক হওয়ার খবর দেওয়া হয় তাঁদের পরিবারের সদস্যদের। বাংলাদেশ থেকে ফোন করে জানান হয় তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ওরা প্রত্যেকে ভাল আছে। স্বাভাবিকভাবেই এর পরে আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ এবং নামখানার উপকূলবর্তী এলাকাগুলিতে।

আরও পড়ুন-তিন দিনের জীবন-মরণের লড়াইয়ে ইতি ওড়িশার নির্যাতিতার

এই এলাকাগুলি থেকে প্রায় প্রতি দিনই বহু মৎস্যজীবী মাছ ধরার গভীর সমুদ্রে যান। জানা গিয়েছে, রাজ্যের মৎস্য দফতর আটক মৎস্যজীবীদের তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Latest article