৩৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা, ফের কম্পন তুরস্কে

তুরস্কে এখনও মেলায়নি গত সোমবারের ভূমিকম্পের রেশ। এরই মধ্যে রবিবার রাতে ফের কম্পন অনুভূত হল তুরস্কের কাহরামানমারা এলাকায়

Must read

প্রতিবেদন : তুরস্কে এখনও মেলায়নি গত সোমবারের ভূমিকম্পের রেশ। এরই মধ্যে রবিবার রাতে ফের কম্পন অনুভূত হল তুরস্কের কাহরামানমারা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। তুরস্কের বিভিন্ন শহরে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। উদ্ধারকাজ এখনও অনেক বাকি। এরই মধ্যে নতুন করে কম্পনে ক্ষয়ক্ষতি আরও বাড়াবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। আগের সপ্তাহের কম্পনে প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল কাহরামানমারা শহরটি। রবিবার কম্পনের উৎসস্থল ছিল সেখানেই। স্থানীয় সময় রাত ১২ টা নাগাদ এই কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন-প্রভাকরণ জীবিত!

তুরস্কের এই করুণ পরিণতির জন্য অনেকেই সে দেশের প্রেসিডেন্ট তাইপে এরদোগানের দিকে আঙুল তুলেছেন। তাঁরা বলছেন, এরদোগানের আমলে সে দেশে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে। ভূমিকম্পে সেগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সে কারণেই মৃতের সংখ্যা এত বেশি। একই সঙ্গে উদ্ধারকাজে গাফিলতির অভিযোগও আনা হয়েছে। এরই মধ্যে প্রায় সাতদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হল ৩৫ বছরের এক যুবক। সোমবার অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় মুস্তাফা নামে ওই যুবককে উদ্ধার করা হয়। ওই যুবক মৃগীরোগে আক্রান্ত। উদ্ধারকাজ এখনও বাকি থাকলেও উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় মানুষকে উদ্ধার করার সম্ভাবনা আর নেই বললেই চলে। তাই উদ্ধারকাজ সম্পূর্ণ হলে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে।

Latest article