প্রাকৃতিক রোষানলে আফগানিস্তান (Afghanistan)। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত এই দেশ। দেশটির পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে প্রাণ গিয়েছে কমপক্ষে ৩৫ জনের। আহতের ২৩০ জন। ধসে গিয়েছে বহু বাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছলো সুপ্রিম কোর্টে
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তালিবান সরকার (Afghanistan)। গত দু’মাস ধরেই অস্বাভাবিক বৃষ্টিতে ভাসছে আফগানিস্তান। মৃত্যু হয়েছে পশুদেরও। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বেড়েছে জালালাবাদ এবং নানগারহার প্রদেশের একাধিক জেলায়। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।
গত মে মাসে হড়পা বানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল আফগানিস্তানে। বিঘা বিঘা কৃষিজমি নষ্ট হয়ে গিয়েছিল। এই দেশের প্রায় ৮০ শতাংশ মানুষই কৃষিকাজকরেন। বিশ্লেষকদের মতে, এবার এই ধরনের বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত নয় তালিবান শাসিত এই দেশ।