স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের জন্য বরাদ্দ ৩৫ লক্ষ

মেখলিগঞ্জের বাসিন্দাদের জন্য সুখবর।

Must read

প্রতিবেদন : মেখলিগঞ্জের বাসিন্দাদের জন্য সুখবর। শিলান্যাস হল নগর স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রর। সোমবার শিলান্যাস করলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। ছিলেন মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান কেশব দাস, ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরি, মেখলিগঞ্জ পুরসভার হিসাবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরি।

আরও পড়ুন-নদীর চরও বাদ পড়ল না মাফিয়াদের থেকে জমি কেলেঙ্কারিতে বাম নেতা

মেখলিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাঃ হীরকজ্যোতি অধিকারীর উপস্থিতিতে শিলান্যাস করেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। পরেশচন্দ্র অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পুর বিষয়ক ও নগর উন্নয়ন দফতরের তরফে নগর স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রটির জন্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। ভবিষ্যতে মেখলিগঞ্জ পুরসভার বাসিন্দারা এই কেন্দ্র থেকে সুবিধা নিতে পারবেন। এই স্বাস্থ্যকেন্দ্র চালু হলে স্থানীয় বাসিন্দাদের যে সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। চিকিৎসার জন্য তাঁদের ছুটতে হবে না মালদহ কিংবা শিলিগুড়িতে।

Latest article