মধ্যপ্রদেশের ইন্দোরের মন্দিরের দুর্ঘটনায় (Indore Temple Accident) নিহতের সংখ্যা বেড়ে হল ৩৫। এখনও উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ এখনও ১। ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে বৃহস্পতিবার রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সেই সময়ই কুয়োর ওপরে থাকা কংক্রিটের স্ল্যাব ভেঙে পড়ে যান বহু পুণ্যার্থী। ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। সেই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকেও ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আহতদের জন্য ৫০ হাজার টাকার সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।
ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজে নামে। যে কুয়োয় ওই পুণ্যার্থীরা পড়ে যান, জানা গিয়েছে, কুয়োয় (Indore Temple Accident) ওপরে একটি কংক্রিটের স্ল্যাব বসানো ছিল। পুণ্যার্থীদের ভিড়ে আচমকাই সেটি ভেঙে পড়ে। এরপরই কুয়োয় পড়ে যান বহু মানুষ। শুরু হয় উদ্ধারকাজ। রাতভর উদ্ধারকাজ চালিয়ে বহু মানুষকে উদ্ধার করা হয়। মন্দিরে এই কুয়োর কথা জানা ছিল না বহু পুর্ণ্যার্থীর। এমনটাই জানা গিয়েছে। আর তাতেই ঘটেছে বিপত্তি। দর্শনার্থীরা জানান, রামনবমীর দিন পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় হয়েছিল ঝুলেলাল মন্দিরে। অতিরিক্ত জনসমাগমে পায়ের চাপে ওই স্ল্যাবটি ভেঙে যান। এরপরই একে একে কুয়োর ভিতর পড়তে থাকেন লোকজন। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন: কর্নাটকে বিজেপির হারের স্পষ্ট পূর্বাভাস দিল প্রাক্ সমীক্ষা
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার কাজে নামেন উদ্ধারকারীরা। এখনও সেখানে কাজ চলছে। জানা গিয়েছে, এই মন্দিরটি দেখভালের দায়িত্ব একটি প্রাইভেট ট্রাস্টের। ইন্দোর ডিভিশনের কমিশনার পবন শর্মা বলেন, ৩৫টি দেহ এখনও অবধি তাঁরা উদ্ধার করেছেন। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ১৬ জন এরমধ্যে চিকিৎসাধীন। উদ্ধারকাজে নেমেছেন ১৪০ জনের দল। রয়েছেন ৭৫ জন সেনা জওয়ানও।