প্রতিবেদন: গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে পাকিস্তানের বন্যা (Pakistan Flood) পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সে দেশের সরকার জানিয়েছে, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৩২০। বেশ কিছু মানুষ নিখোঁজ। অনেকেই জলের স্রোতে ভেসে গিয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে। যদিও সাধারণ মানুষের দাবি ভয়াবহ বন্যায় সাড়ে তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। শাহবাজ শরিফ সরকার মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে। পাশাপাশি বন্যার কারণে গৃহহীন হয়েছেন কয়েক হাজার মানুষ। বহু গৃহপালিত পশু ভেসে গিয়েছে। তবে কত মানুষ গৃহহীন হয়েছেন সে বিষয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে। বেশিরভাগ জায়গা থেকেই অভিযোগ করা হয়েছে, সরকারি তরফে কোনও ত্রাণ সাহায্য মিলছে না। তাই গৃহহীন বহু মানুষ কার্যত অনাহারে রয়েছেন। এমনকী, সরকার পানীয় জলেরও কোনও ব্যবস্থা করেনি।
আরও পড়ুন: ছাত্রাবস্থার বোকা কথাই পিছিয়ে দিচ্ছে ঋষিকে?
বন্যায় (Pakistan Flood) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালুচিস্তান প্রদেশ। এখানেই প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছে। বালুচিস্তানের প্রাদেশিক বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর নাসির আহমেদ নাসার জানিয়েছেন, রবিবার পর্যন্ত সেখানে ১২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৪৬ জন মহিলা ও ৩২টি শিশু রয়েছে। নিশ্চিতভাবেই মৃতের সংখ্যা আরও বাড়বে। কারণ বেশ কিছু মানুষের খোঁজ মিলছে না। দুর্যোগ কবলিত এলাকা থেকে বাসিন্দাদের অপেক্ষাকৃত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। প্রবল বর্ষণের সঙ্গে হড়পা বান এই পার্বত্য এলাকার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। পাঁচদিন ধরে বালুচিস্তান প্রদেশের বিভিন্ন জায়গায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।