প্রতিবেদন : নবম-দশমের পর আজ, রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। দ্বিতীয় দফায় আড়াই লক্ষেরও বেশি পরীক্ষার্থী একসঙ্গে একই দিনে পরীক্ষায় বসবেন। সেজন্য সমস্ত ব্যবস্থা নিয়ে তৈরি স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, প্রায় ২,৪৬,৫০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। মোট ৪৭৮টি কেন্দ্রে হবে পরীক্ষা। গত রবিবার নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষায় যে নিয়মগুলি কার্যকর ছিল, সেগুলিই এবারও মানতে হবে।
আরও পড়ুন-প্রাণকৃষ্ণের দুর্গাপুজো
শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মর্মে বলেন, একাদশ ও দ্বাদশের পরীক্ষাও শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হবে। পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলতে চাই প্রশাসন, শিক্ষা দফতর ও এসএসসির তরফ থেকে সর্বোচ্চ স্তরের ও নির্ভুল ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছিলেন সে-সমস্ত কিছু এসএসসিকে জানিয়েছি। উল্লেখ্য, পরীক্ষা শুরু হবে রবিবার দুপুর ১২টায়, শেষ হবে ১টা ৩০ মিনিটে। নবম-দশমের তুলনায় পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা কম হলেও নিরাপত্তায় কোনও ফাঁক রাখছে না কমিশন। এদিন পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও জারি করা হয়েছে। অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে। অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট হলে সরকারি পরিচয়পত্র ও তার ফটোকপি সঙ্গে আনতে হবে। শুধুমাত্র কলম (নীল বা কালো কালি) এবং জলের বোতল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে। সমস্ত নথি রাখতে হবে ফাইল বা ফোল্ডারে। মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান সামগ্রী পরীক্ষাকেন্দ্রে নেওয়া যাবে না, তা বাইরে রাখতে হবে।
আরও পড়ুন-‘পুজোর মেলা’য় পটচিত্রে দিল্লির নির্ভয়া-কাণ্ড
নবম-দশমের মতো এবারেও থাকছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা। এ-প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, বিজেপিশাসিত রাজ্যে কোনও চাকরি নেই বলে ছেলেমেয়েরা এখানে চলে আসছেন। বাইরে থেকে আসা ছেলেমেয়েরা হিন্দি বলছেন, তা বলে কি আমরা তাঁদের তাড়া করব? কোনওদিনই করব না। আমরা তাঁদেরকে সম্মান দিয়ে, ভারতের সংবিধানকে রক্ষা করে তাঁদের আমন্ত্রণ জানাব। আপনারা এখানে এসে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিন। বিজেপি রাজ্যে পরীক্ষা হয় না, ভিন রাজ্যের একজন পরীক্ষার্থীকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারেন তাহলে বলব এটা আমাদের বিরাট জয়।
বিজেপির বিভ্রান্তি ছড়ানো নিয়ে শিক্ষামন্ত্রীর সাফ কথা, পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে কোনও লাভ নেই। তাঁরা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দেবেন এবং যাঁরা সুযোগ পাবেন তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়োগপত্র নেবেন।