প্রতিবেদন : আজ এসএসসি নবম-দশমের নিয়োগের পরীক্ষা। আদালতের নির্দেশ মেনেই পরীক্ষা নিচ্ছে এসএসসি। এই বছর নবম-দশমের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯১৯ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে বদ্ধপরিকর কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফে যেমন কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনই প্রশাসনও তৈরি রয়েছে কোমর বেঁধে। বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে পরীক্ষা নিয়ে ফের নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। কিন্তু শুরুর আগেই তাদের সব চক্রান্ত বানচাল করেছে পুলিশ প্রশাসন।
রবিবার সকাল ৯টা থেকে প্রথম মেট্রো চলতে শুরু করবে। মোট ১৩০টি মেট্রো চলবে এই লাইনে। আট মিনিট অন্তর মিলবে পরিষেবা। গ্রিন লাইনে ১৫ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। চলবে ১০৪টি মেট্রো।
পরীক্ষা শুরুর আগে ও শেষে গড়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট অন্তর একটি করে বাস চালাতে হবে। রেল স্টেশনের কাছাকাছি পরীক্ষাকেন্দ্র থাকলে সেখানেও বাসের সংখ্যা বাড়াতে বলা হয়েছে।
পরীক্ষার একদিন আগে সাংবাদিক সম্মেলন করে নিরাপত্তার বিষয়টি আরও স্পষ্ট করে দেন বোর্ডের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। প্রশ্নফাঁসের চক্রান্ত রুখতে এবার আরও কড়া স্কুল সার্ভিস কমিশন।
দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। সকাল ১০টা থেকে সকল পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পৌনে ১২টা নাগাদ প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। ১২টার সময় মুখবন্ধ খামে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র এবং ওএমআর শিট দুটোই একসঙ্গে হাতে পাবেন।
আরও পড়ুন-সাইনবোর্ড
এদিকে, প্রশাসনও যথেষ্ট সজাগ এই পরীক্ষা নিয়ে। মুখ্যসচিব ইতিমধ্যেই বৈঠক সেরেছেন। প্রত্যেকটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে কোনওরকম সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে। রাস্তায় গাড়ির সংখ্যা আরও বাড়াতেও বলা হয়েছে। কোনও পরীক্ষার্থী যদি সমস্যায় পড়েন তাহলে তাঁদের তৎক্ষণাৎ নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এসএসসি-র তরফে জানানো হয়েছে, অতি-বৃষ্টিতে কোথাও সেতু ভেঙে পড়লে বা জল জমলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। জঙ্গলমহল এলাকায় হাতির হামলা থেকে বাঁচিয়ে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে হবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশের হাসপাতাল ও নার্সিংহোমগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে বেশ কিছু অ্যাম্বুল্যান্স রাখার কথা বলা হয়েছে।
এসএসসির মতো এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে নষ্ট করার জন্য উঠে-পড়ে লেগেছে গদ্দার অধিকারী। একবার প্রশ্নপত্র ফাঁস, একবার প্রশ্নপত্র বিক্রি— ইত্যাদি নিয়ে নানা চক্রান্ত। পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে ফেক খবর ছড়াতে গিয়ে নিজেই বিপাকে পড়েছে বিরোধী দলনেতা। মুর্শিদাবাদের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে অরিন্দম পাল নামে গদ্দার ঘনিষ্ঠ এক বিজেপি কর্মী ফেসবুক থেকে প্রশ্ন বিক্রি নিয়ে মিথ্যে পোস্ট ছড়াতে থাকে। তদন্তে নেমে পুলিশ দেখতে পায় ওই ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। মুর্শিদাবাদের বাসিন্দা বলে লোক ঠকাতে চেয়েছিল। তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কোনও চক্রান্তকারীকে এক ইঞ্চি রেয়াত করতে প্রস্তুত নয় পুলিশ-প্রশাসন।
আরও পড়ুন-ফের ডিগবাজি খেয়ে সুর নরম ট্রাম্পের, দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক, বলল ভারত
নিয়মাবলি
* প্রশ্নপত্রে এক ধরনের কিউ আর কোড থাকবে। কেউ ছবি তুলতে চাইলে তা ধরে ফেলবে এসএসসি
* পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানোর আগে তল্লাশি করা হবে। মহিলাদের জন্য আলাদা এনক্লোজার
* পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড এবং পেন নিয়ে প্রবেশ করবেন। পেন না থাকলে পরীক্ষাকেন্দ্রে দেওয়া হবে
* পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক
* উত্তরপত্রে নিজের নাম, রোল নম্বর লিখবেন পরীক্ষার্থীরা। এক থেকে পাঁচ নম্বর পূরণ করা গুরুত্বপূর্ণ। অন্যথায় উত্তরপত্র বাতিল করে দেওয়া হবে
* যাঁরা গার্ড দেবেন তাঁরা হেড ইনচার্জের অফিস পর্যন্ত মোবাইল নিয়ে যেতে পারবেন
* পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কন্ট্রোল রুম খোলা হবে। তার নম্বর দেওয়া হবে ওয়েবসাইটে
* নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনও কিছু নিয়ে যাওয়া যাবে না
* অ্যাডমিট কার্ডে ছবি বা স্বাক্ষরে সমস্যা থাকলে নিজের ফটো আইডির একটি অ্যাটেস্টেড জেরক্স কপি নিতে হবে। সেটা পরীক্ষাকেন্দ্রে জমা থাকবে