মুম্বইয়ে মর্মান্তিক ঘটনা। বিমানের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩৬ টি ফ্লেমিঙ্গো পাখির (36 Flamingos)। আরও একাধিক পাখি জখম হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার রাতে মুম্বইয়ের ঘাটকোপরের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫০৮ বিমানটি অবতরণের ঘটে দুর্ঘটনাটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটিও।
‘ম্যানগ্রোভ প্রোটেকশন সেল’-এর রেঞ্জ ফরেস্ট আধিকারিক প্রশান্ত বাহাদুর জানিয়েছেন, পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগার বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ স্বীকার করেছে। আহত ফ্লেমিঙ্গদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন- ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ঘিরে তথ্য প্রকাশ্যে! খুন হয়েছেন রাইসি?
এনজিও বনশক্তির পরিবেশবিদ ডি স্টালিনের দাবি, এনআরআই কমপ্লেক্স এলাকার জলাভূমি এবং টিএস চাণক্য হ্রদগুলি ফ্লেমিঙ্গো (36 Flamingos) পাখিদের থাকার জায়গা। তবে গত মাস থেকেই নির্মাণকাজের জেরে সেখান থেকে পাখিদের তাড়িয়ে দেওয়ার হচ্ছিল। তাঁর অনুমান, পাখিগুলি তাড়া খেয়েই উড়ে যাচ্ছিল অন্যত্র। সেই সময়েই ঘটে দুর্ঘটনা।